কত GB RAM এর ফোন হতে পারে আপনার জন্য উপযুক্ত
কত GB RAM সেরা 2GB VS 3GB VS 4GB VS 6GB/8GB RAM

কত GB RAM এর ফোন হতে পারে আপনার জন্য উপযুক্ত।
বর্তমান দিনে কেউ যদি নতুন ফোন কিনতে চায় তাহলে সে সর্বপ্রথম দুটি জিনিস ভালো করে দেখে নেয় যথা
- 1.RAM
- 2. Processor
বর্তমান বাজারে 2gb থেকে 8gb RAM পাওয়া যায়। একজন মোবাইল উসারের কাছে এটি ঠিক করা কঠিন হয়ে পড়ে যে তার নিজের কত GB RAM নেওয়া দরকার।
আজ থেকে কিছু বছর আগের মোবাইল ফোন গুলিতে প্রায় 512 MB , 1GB করে RAM দেওয়া হতো আর সেই জায়গায় বর্তমানে 8 GB পযন্ত RAM দেওয়া হয় । এর মুল কারন হলো অ্যাপ্লিকেশন এর Size ।
আগে অ্যাপ্লিকেশনগুলি size 500KB বা 2MB মত হতো কিন্তু বর্তমানে এক একটি অ্যাপ্লিকেশন প্রায় 1GB করে তাই দিনের পর দিনে মোবাইল ফোন কোম্পানি গুলি RAM বাড়ছে। আর বর্তমানে 2GB , 3GB , 4GB,6GB,8GB RAM যুক্ত মোবাইল পাওয়া যায়।🤔
আপনার জন্য কত GB RAM যুক্ত মোবাইল উপযুক্ত তা জেনে নেওয়ার আগে জানব RAM কি কাজ করে আমাদের মোবাইলে ..
RAM= RANDOM ACCESS MEMORY
মানে আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন ওপেন করেন তখন তার তাৎক্ষিক ডাটা RAM স্টোর হয়। যাতে আপনি খুব তাড়াতাড়ি সেই অ্যাপ্লিকেশন টি ওপেন করতে পরেন। আবার আপনি যখন multitask করে একটি অ্যাপ্লিকেশন থেকে অন্য অ্যাপ্লিকেশন এ যান এই কাজটিও RAM এর সাহায্যে হয়।
কত GB RAM সেরা 2GB VS 3GB VS 4GB VS 6GB/8GB RAM…
2GB বা 2GB RAM যুক্ত ফোন এর কম –
বর্তমান দিনে 2GB বা 2GB এর কম RAM যুক্ত ফোন নেওয়া একদমই উচিত নয়।
কারন বর্তমান দিনে যে হারে সকল অ্যাপ্লিকেশন এর size বাড়ছে তাতে 2GB RAM বা 2GB এর কম GB RAM ফোন নেওয়া শুধুই বোকামি ছাড়া আর কিছুই নয়।
আপনি যদি 2GB RAM বা 2GBএর কম RAM যুক্ত ফোন নেন তাহলে হয়তো প্রথম প্রথম কোনো সমস্যা না হলেও পরবর্তী সময়ে ফোন ধীরে কাজ করবে বা ফোন হংক এর মত সমস্যা দেখা দেবে।
3GB RAM –
3GB RAM যুক্ত মোবাইল ফোন গুলি যারা এই প্রথম Smartphone ব্যবহার করবে (Entry level smartphone) তাদের জন্য উপযুক্ত। কিন্তু কেউ যদি এই 3GB RAM এ PUBG/FREEFIRE এর মত গেম খেলতে চায় তাহলে হয় তো তাদের জন্য একটু সমস্যা দেখা দেবে।
আরো দেখুনঃ মোবাইল গেমিং প্রসেসর
আপনি যদি শুধু সোসাল মিডিয়া বা ইউটিউব দেখেন তাহলে এটি একদম আদর্শ কিন্তু আপনি যদি PUBG/FREEFIRE/COD এর মত গেম গুলি খেলার সময় ফোন হ্যাং বা ফোন ল্যাগ করতে পারে।।
4GB RAM –
বর্তমান দিনে একদম Smartphone user এর একদম আদর্শ 4 GB RAM যুক্ত ফোন। এবং প্রায় প্রত্যেক কোম্পানি তাহলে ফোনে 4GB RAM দেওয়ার চেষ্টা করে।
আপনি যদি সোশ্যাল মিডিয়া এর সাথে সাথে PUBG/FREEFIRE/COD এর মত গেম গুলি খুব আরাম করে খেলতে পরেন।
কোনো Smartphone user এর ক্ষেত্রে সর্বনিম্ন 4GB RAM তো হওয়া উচিত। এবং বর্তমানে প্রতিটি কোম্পানি 4GB RAM যুক্ত মোবাইল ফোন বেশি লঞ্চ করে।
6GB/8GB RAM –
আপনি যদি আপনার মোবাইল ফোনটি শুধু গেমিং এর জন্য নেন তাহলে আপনাকে 6GB /8GB RAM যুক্ত ফোন নিতে হবে।
তবে কোনো ফোনের ভালো পারফরমেন্স এর জন্য RAM এর সাথে সাথে Processor এর ও প্রয়োজন হয়।
কোনো মোবাইল ফোন তৈরির কোম্পানি একই মডেল এ ভিন্ন ভিন্ন RAM কেন দেয়?
উত্তরঃ কারন ক্রেতারা তাদের নিজেদের মত নিজেদের চাহিদা মত মোবাইল ফোন নিতে পারে।
আপনি চাইলে আমার অন্য ব্লগেও ভিজিট করে আসতে পারেনঃ টিপ্স২হাব