ডাইমেনসন কি এবং প্রতিটি ডাইমেনসন এর পার্থক্য কি?

আপনি যদি একবিংশ শতকে বসবাস করেন তাহলে আপনার নিশ্চই 3d game বা 3d picture দেখেছেন। তবে অনেকই জানেন না 3d কি ? বিজ্ঞানীরা আজ পযন্ত কত গুলি ডাইমেসন এর কথা জানিয়েছেন।

এই সকল প্রশ্নের উওর আজ আমরা জানব।এই ডাইমেনসনের কোনো বাস্তবিক অস্তিত নেই। এটি শুধুই বিজ্ঞানীদের অনুমান এবং বিজ্ঞানীদের দেওয়া কিছু theory ।

এখন পর্যন্ত মোট ২৩ টি আযামের কথা আমরা জানি কিন্তু আমরা মোট ১০ টি আযামের কথা জানব। এবং বিজ্ঞানীদের মতে অসংখ আযাম রয়েছে যা আমারা কখনই জানতে পারব না।

আরো দেখুনঃ Food নিয়ে নতুন ব্লগ

ডাইমেনসন কি?

0 ডাইমেনসন বা আযাম:
0 ডাইমেনসন হল একটি বিন্দু। আপনি যদি একটি খাতায় একট বিন্দু করেন তাহলে সেই বিন্দুটি 0 ডাইমেনসন।

1 ডাইমেনসন বা আযাম :
এই ডাইমেনসনে শুধু আগেই যেতে পরবে। মানে শুধু সামনে পিছনে যেতে পরবে কিন্তু ডান বা বাম দিকে ঘুরতে পরবে না। আপনি যদি একটি খাতায় সরল রেখা টানেন তাহলে সেটি ১ ম ডাইমেনসন ।

2 ডাইমেনসন বা আযাম :
একটি সাধারণ ছবি 2D এর হয়। এই ডাইমেনসনে আগে প্রচুর সাথে সাথে ডান বাম দিকে ঘুরতে পারে কিন্তু উপর নিচ করতে পরেনা।

See More: রহস্যে ঘেরা ৫ টি অদ্ভুত ওয়েবসাইট ২০২১

আপনি বর্তমানে যে আর্টিকেলটি পড়ছেন সেটি 2D। এবং আপনি নিত্যদিনে যে ফেসবুক বা YouTube এ নিত্য ভিডিও দেখেন সেগুলি সব 2D মানে ২য় আযাম।

3 ডাইমেনসন বা আযাম :
আমারা এই ৩য় আযামে বাসবাস করি। এই আযামে ডান বাম আগে পিছু সাথে সাথে উপর নিচু করতে পারে। আজকালের যুগে আপনি নিশ্চই 3D ছবি দেখেছেন। সেগুলি দেখলে মনে হবে বাস্তব। সেই ছবি গুলি আমাদের আসে পাশের সাথে খুব সহজে মিশে যায় যেজন্য মানুষ 2D ছবি 3D ছবি বেশি পছন্দ করে।

ডাইমেনসন

তবে যারা ২য় আযামে বসবাস করে তারা আমাদের ৩য় আযামের সম্পর্কে কিছুই কখন জানতে পারবেনা।

4 ডাইমেনসন বা আযাম :
৪থ আযাম হল সময়। যারা ৪থ আযামে বসবাস করে তারা সময়ের আগে পিছু করতে পারবে। যেমন আমরা সময়ের ১ম আযামে আছি আমার শুধু সময়ের আগেই যেতে পারি পিছনে আসতে পারি না কিন্তু যারা ৪থ আযামে বসবাস করবে তারা সময়ের পিছনেও আসতে পারে।

5 ডাইমেনসন বা আযাম:
৫ম আযামের যারা বসবাস করে তারা সময়ের আগে পিছুর সাথে সাথে ডান বাম করতে পারে। এটি একটি উদাহরণ দিয়ে বুঝি।

আমাদের দুনিয়ায় কেউ যদি পড়াশোনার সাথে সাথে বিসনেস ম্যান হতে চায় তাহলে সে কখন ই পারবে না।

See More: ডাইমেনসন কি এবং প্রতিটি ডাইমেনসন এর পার্থক্য কি?

কারন আমাদের দুনিয়ায় একসাথে দুটি কাজ কখনই করতে পারবে না কিন্তু যারা ৫ম আযামে বসবাস করবে তারা এই ধরনের কাজ খুব সহজেই করতে পরবে ।

6 ডাইমেনসন বা আযাম :
এই আযামটি আপনার জন্য বোঝা হয়তো একটি কঠিন হবে। এই আযামে বসবাস কারি প্রাণী রা সময় কে নিয়ন্ত্রন করতে পারে। এই আযামের প্রাণীরা একটি নিদিষ্ট সময়ে নিজেকে ভিন্ন ভিন্ন স্তানে উপস্থিত করতে পারে।

7 ডাইমেনসন বা আযাম :
এই আযামেটি সাত আকাশ বা সাতটি দুনিয়া নিয়ে গঠিত। মানে আপনি নিশ্চই parallel universe এর কথা শুনেছেন।এই parallel universe এই আযামে স্পষ্ট বোঝা যায়।
ডাইমেনসন
8 ডাইমেনসন বা আযাম:
এই আযাম কোনো কিছুর অস্তিত থাকবে না। মানে আপনি গ্রহ নক্ষত্র দেখতে তো পড়বেন কিন্তু সেই গ্রহ বা নক্ষত্রের কোনো তল নেই। আপনি সেই গ্রহ টিকে স্পর্শ করতে পরবেন না। এমন কি আপনি যদি ৮ আযামে থাকেন তাহলে আপনার নিজের কোনো অস্তিত থাকবে না। এই আযামে সকল কিন্তু ডিজিটাল রূপে থাকবে।

ডাইমেনসন

9 ডাইমেনসন বা আযাম :
এই আযাম দুনিয়া এক সাথে বহু সভ্যতা নিজের নিজের প্রকিয়া জীবন যাপন করবে। কিন্তু তারা একে অপরকে কখনই দেখতে পরবে না।
আরও বিস্তারিতভাবে আমদের সাথে আরও অনেক সভ্যতার জীব আমাদের ই সাথে বসবাস করছে কিন্তু আমরা তাদের দেখতে পাারি না।

ডাইমেনশন কি

10 ডাইমেনসন বা আযাম:
এই আযামের প্রাণীদের কাছে আসিম শক্তি আছে। এই আযামের প্রাণীরা সব কিছু পারবে । এই আযামের প্রাণীরা সকল কিছু নিজের মত নিয়ন্ত্রন করতে পারে। এই আযামের প্রাণীরা আর কি কি পারবে তা আমাদের বোধগমের ও বাইরে। এই আযামের দুনিয়ার সম্পকে আমরা কখনই জানতে পারব না। আমরা এই আযাম কেমন তা আমাদের ভাবনাও বাইরে।

ডাইমেনশন কি

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *