ফেসবুক এড কুপন কিভাবে পাওয়া যাবে। Facebook Coupon 100%
ফেসবুক পেজ ফ্রি বুষ্ট করুন ফেসবুক এড কুপন দিয়ে

ফেসবুক এড কুপন কিভাবে পাওয়া যাবে ২০২০।
বর্তমানে ফেসবুক ব্যবহার করি না এমন মানুষ খুব কমই আছে।
ফেসবুক এড কুপন…
কিন্তু আপনাদের এটি কিভাবে পাবেন সেই বিষয় টাও ভালো ভাবে জানা উচিৎ কারন এই টিউনের বিষয়ে আপনি অন্যদের কাছে জানতে গেলে আপনাকে টাকা গুনতে হতে পারে কিংবা সঠিক ভাবে আপনি তাদের থেকে নাও জানতে পারেন।
তার আগে আমাদের জানা উচিৎ এটি কিভাবে কাজ করে তাই।
ফেসবুক এড কুপন কি??
ফেসবুক এড কুপন হচ্ছে ফেসবুক এর একটি নিজস্ব ফিচার এবং এই সুবিধা টি দিয়ে আপনি চাইলে ফেসবুক এ ফ্রি বুষ্ট করতে পারবেন কোন রকমের টাকা খরচ ছাড়াই কিংবা সেল করেও বিজনেস শুরু করতে পারবেন, কিংবা ফেসবুক মার্কেটিং।
যাই করুন করুন না কেনো ফেসবুক এড কুপন দিয়ে আপনি করতে পারবেন, এবং ফেসবুক আপনাকে আপনার ব্যবসা বা পেজ কে এককালীন একটি ফ্রি সুবিধা দিয়ে থাকে ৫ ডলার থেকে ৪০০ ডলার পর্যন্ত এবং এটি যেকোন ফেসবুক আইডি তে ১ বারই পাবেন।
তার মানে যেটি দ্বারায় আপনি যেকোন একবারই ফেসবুক কুপন ক্লেইম করতে পারবেন যেকোন একটি আইডি থেকে।
Read Also: Lock Facebook Messenger With Touch ID & Face ID On IPhone
তাই এই কুপন পাবার জন্য বেশ কয়েক টি আইডীর দরকার পরবে আপনার জন্য।
তাহলে চলুন দেখে নেয়া যাক ফেসবুক কুপন পাওয়া যায় আপনার কি ধরনের কাজ করতে হবে।
তার আগে আপনার জেনে রাখা ভালো।
নতুন আইডি খুলে পেজ খুলতে গেলেই অনেক সময় লকে পরে আইডি গুলো।
তাই যা করবেন চেষ্টা করবেন পুরানো ফেসবুক আইডি গুলো থেকে এই কাজ টি করার।
তাহলে চলুন ফেসবুক এড কুপন পেতে হলে কি কি দরকার।
ফেসবুক কুপন দেওয়ার পদ্ধতি এবং কিভাবে নিবেন।…..
- ২,৩ মাসের পুরানো ফেসবুক আইডি।
- আগে পেজ খোলা ছিলো এমন আইডি ব্যবহার না করা(যদিও এটি সব সময় প্রযোজ্য নয়,কিন্তু অনেক সময় এ সকল আইডি পাওয়া যায় না।
- আগে কখনো প্রোমোট করা হয়েছে এমন আইডি ব্যবহার না করা।
- ফ্রেশ এডস ম্যানেজার থাকা।
এগুলো একটু খেয়াল রাখলেই হবে ফেসবুক এডস কুপন পাবার ক্ষেত্রে, তাহলে এবার কিভাবে পাবেন এই কুপন তা আজকের এই নিবন্ধিত ব্লগ টি দেখলে বুঝে যাবেন।
প্রথমেই এই কুপন পেতে একটি ফেসবুক পুরানো আইডি দরকার হবে আপনার।
এবার আইডি তে লগিন করার পর প্রথমে আপনাকে একটি পেজ খোলার প্রয়োজন পরবে।
বিশেষ দ্রষ্টব্যঃ এই কাজ টি করতে হলে আপনাকে পিসি ব্রাউজার বা ডেক্সটপ মুডের সাহায্য নিয়ে করতে হবে তাই যদি আপনি মোবাইলের মাধ্যমে কাজ টি করতে চান তাহলে ক্রম বা পুফিন ব্রাউজার এর সাহায্য নিতে পারেন।
১। এখন লগিন করা আইডি তে Create লেখা অপশন এ ক্লিক করে এক টি পেইজ ওপেন করতে হবে।
২। এখান থেকে পেজে ক্লিক করে একটি পেজ ওপেন করতে যেকোন একটি পছন্দ করে পেজ খুলুন যেকোন নামে।
Get Started এ ক্লিক করে নতুন একটি পেজ খুলে নিন। আমি এখানে ২য় অপশন টি পছন্দ করে একটি পেজ ওপেন করেছি।
৩। আমি এখানে একটি পেজ খুলে নিয়েছি, আপনি একটি পেজ ওপেন করে নিন এবং পেজে এবার কয়েকটি ছবি আপ্লোড করতে হবে যদিও আমি ২ টি ছবি আপ্লোড করেছি।
৪। ছবি আপ্লোড করা হয়ে গেলে আপনার ব্রাউজার কে রিফ্রেশ করে নিন।
তাহলে আপনার আপ্লোড করা ছবি গুলি আপনার পোষ্টের সামনে চলে আসবে তারাতারি।
এর পর যে পোষ্ট গুলি আপ্লোড করবেন সে গুলির মধ্যে Boost Post এ ক্লিক করে দিন।
৫। বুষ্টে ক্লিক করার পর আপনি পোষ্ট বুষ্ট করার অপশন পেয়ে যাবেন এবং সেখান থেকে নিচে স্ক্রল করুন।
স্ক্রলিং করার পর আপনি যদি দেখতে পান ‘Bangladeshi Taka’ কারেন্সী লেখা আছে তাহলে তা চেঞ্জ করে US Dollar করে নিন এবং বুষ্টে ক্লিক করুন।
৬। বুষ্টে ক্লিক করার পরে আরেকটি অপশন পাবেন পেমেন্ট এড করার জন্য। তবে আমরা কোন পেমেন্ট এড করবো না এখানে।
এখান থেকে পেমেন্ট State এর জায়গা ‘Bangladesh’ থাকলে সেটি পালটে ‘United States’ পছন্দ করে নিতে হবে।
এবং কোন পেমেন্ট এড না করে Cencle এ ক্লিক করতে হবে।
৭। আমরা আমাদের কাজের প্রায় শেষের দিকে চলে এসেছি এবার এখান থেকে নিচের ছবিটির মত করে আমাদের Url কে কেটে www.facebook.com এ সরাসরি চলে আসবো।
এখানে URL এর বাকি অংশ কেটে সরাসরি হোমপেজে চলে যাবেন। ব্যাস আপনার কাজ শেষ।
এভাবে সব কিছু ঠিক ঠাক মত করে কাজ করে বের হয়ে যাবেন আপনার আইডী থেকে, এবং ৭ থেকে ৮ দিনের মধ্যেই আপনি ফেসবুক এড কুপন পেয়ে যাবেন ,হতে পারে সেটি ৫ ডলার বা ৪০০ ডলার পর্যন্ত।
এবং এই ডলার এর কুপন টিকে আপনি ব্যবহার করতে পারবেন আপনার নিজস্ব ব্যক্তিগত বা কাষ্টমারের পেজ বুষ্ট বা পোষ্ট এর বুষ্ট করতে।
তাছাড়া বর্তমানে প্রচুর মানুষ ফেসবুক কুপন সেল এর কাজ করছে, আপনি চাইলে কুপন নিয়ে বিজনেস করতে পারবেন প্রতি একাউন্ট প্রতি ৫ ডলার এর একটি কুপন আইডির দাম ১৬০ থেকে ২০০ টাকা করে বিক্রি করতে পারবেন খুব সহজেই।
তো এই ছিলো আজকের ফেসবুক কুপন নিয়ে বিস্তারিত পোষ্ট।
আশা করি আজকের আর্টিকেল থেকে খুব সহজেই আপনি কুপন নিয়ে ফেসবুক পেজ বুষ্ট করতে পারবেন ,
আর আপনার যদি কোন প্রকার মন্তব্য থাকে তাহলে নিচের কম্মেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং পোষ্ট টি ভালো লাগলে বন্ধু দের সাথে শেয়ার করুন, এবং নিজেই তৈরি করে নিন একটি ছোট খাটো কুপন সেলিং টিম।
কিছু সম্ভাব্য প্রশ্নের উত্তরঃ
১। ফেসবুক এড কুপন ব্যবহার করে কি রিচ কম পাওয়া যায়?
উত্তরঃ এটি একেবারেই ভুল ধারনা, কুপন দিয়ে ফেসবুক এড রান করার ক্ষেত্রে রিচ কম আসবে এমন কোন বিষয় নেই, কারন আপনি যে ডলার টি পাচ্ছেন সেটি হচ্ছে আপনি নরমালি কার্ড ব্যবহার করে বুষ্ট করতেন ঠিক যেমন রিচ পাবেন সেটাই আপনি কুপন ব্যবহার করেও পাবেন।
সঠিক ভাবে বুষ্ট করতে পারলে সেইম রিচ পাবেন।
২। এডস একাউন্ট রেস্ট্রিকশন হতে পারে কি?
উত্তরঃ যেহেতু একসাথে অনেক গুলি একাউন্ট নিয়ে কাজ করতে হয় তখন দেখা যায় কুপন গুলি তে আমাদের ব্যক্তিগত মাষ্টারকার্ড বা ভিসা কার্ড এড করে কুপন ক্লেইম করে ব্যবহার করা উচিৎ।
কিন্তু আমাদের সবার যেহেতু এ ধরনের কার্ড থাকে না তাই আমাদের ভার্চুয়াল কার্ডের উপর নির্ভরশীল হতে হয়।
এর জন্যই আমরা ফেইক মাষ্টার কার্ড ব্যবহার করে কুপন ক্লেইম করতে হয় বলে অনেক সময়ে আমাদের যে একাউন্ট কুপন পেয়ে থাকি সেটি ডিজাবল হয়ে যায়।
৩। এডস কুপন ডিজাবল হলে কি করবো?
উত্তরঃ এড কুপন ডিজাবল যদিও সব সময়ে হয় না ১০ টার মধ্যে ২ টায় হতে পারে, তখন আপনি অই একাউন্টের এডস ম্যানেজার এর এক্সেস এ গিয়ে নতুন একটি ফ্রেশ একাউন্ট এড করে দিন এর অই একাউন্ট থেকে যে একাউন্টে আপনি কুপন ক্লেইম করেছেন সেটি ব্যবহার করতে পারবেন।
৪। আন ক্লেইম ফেসবুক এডস এড কুপন কি?
উত্তরঃ যখন আপনি একটি একাউন্টে কুপন পান এবং সেটি কোন কার্ড থেকে ক্লেইম করেন না তখনই সেটি আন ক্লেইম কুপন হয়ে যায়, মূলত এটাই ফেসবুক আন ক্লেইম কুপন।
আপনি চাইলে আমার অন্য ব্লগ টিও ঘুরে আসতে পারেনঃ টিপস২হাব
This is a great post.. Thanks for share this trick