ফেসবুক রিমেম্বারিং সমস্যা ও সমাধানের বিস্তারিত
বর্তমানে পুরো পৃথিবী লক-ডাউন,থেমে থেমে চলছে জন-জীবন। করোনা ভাইরাস এর আক্রমন প্রায় ছড়িয়ে গেছে ২১০ এর মত দেশে,সেই সাথে বেড়ে চলছে মৃত মানুষের ঢল। প্রায় প্রতিদিন নতুন নতুন আক্রান্ত মানুষের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে।
করোনা ভাইরাস এর ভয়াল থাবায় আমাদের দৈনিন্দিন জীবনেও বিরূপ প্রভাব বিস্তার করছে। এবং আস্তে আস্তে করোনা ভাইরাস আমাদের সাধারন জীবন এর সাথে জড়িয়ে থাকে ভার্চুয়াল জগতেও আধিপত্য বিস্তার করছে।
এর ভয়াবহতা আমদের প্রতিদিনের অনলাইন আয় থেকে শুরু করে ব্যক্তিগত ব্যবহারের সোসাল অংশেও বিরাজ করছে।
এর কারন হিসাবে প্রায় সব ধরনের অনলাইন কাজ গুলো রোবট দিয়ে করিয়ে নিতে হচ্ছে,নিজেদের এক ধরনের ছুটি দিয়ে অবশ্য।
তার মধ্যে আমাদের জীবনে ফেসবুক সোস্যাল মাধ্যমটি জড়িয়ে আছে নিবির ভাবে।তবে বর্তমানে ফেসবুক ব্যবহারেও দেখা দিয়ে নানান জটিলতা,যা মাঝে মাঝেই আমাদের কে বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে।
তাই আজকের এই ব্লগ টি অনেক গুরুত্বপূর্ন্য আপনাদের জন্য,অবশ্যই ব্লগ টি পুরোটা পরে নিবেন।
ফেসবুক রিমেম্বারিং সমস্যা ও সমাধানের বিস্তারিত:
ফেসবুক আমরা প্রায় কম বেশি ব্যবহার করি। আমাদের দেশে বর্তমানে প্রায় ১০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী(সর্বশেষ জরিপ থেকে জানা) এবং আমরা প্রায় প্রত্যকেই ফেসবুকে সাদৃশ্য।
কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ফেসবুক এর ব্যবহারে আমরা কয়েক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে।
তাদের মধ্যে উল্লেখ্য যে “ফেসবুক একাউন্ট রিমেম্বারিং বা একাউন্ট ব্যবহার কারী কে মৃত ব্যক্তি হিসাবে ফেসবুকে রিপোর্ট করা“
বর্তমানে ফেসবুকে এই বাগ টি সব থেকে বেশি দেখা যাচ্ছে,এবং এর সুযোগ নিয়ে নিচ্ছে একদল মানুষ।
যাদের কে ফেসবুকের ভাষায় স্প্যামিং বলে থাকি(অবশ্য এর সঠিক ব্যাখ্যা এসব মানুষ নিজেরাও জানে না যে স্প্যাম মূলত কি,এরা মনে করে থাকে যে একাউন্ট রিপোর্ট মানেই স্প্যামিং)
আবার কিছু মানুষ এটির ব্যবহার শত্রুটার কারনেও করে থাকে। এতে একাউন্ট পুরোপুরি ডিজাবেল না হলেও একাউন্ট ব্যবহারের অযোগ্য অবস্থায় থাকে।
তাই আমাদের জানতে হবে কেন কিভাবে হচ্ছে এগুলো।
Also Read: নিরাপদ রাখুন আপনার ফেইসবুক একাউন্ট-ফেইসবুক আইডি সিকিউরিটি নিয়ে পরিপূর্ণ টিউটোরিয়াল
বর্তমানে পৃথিবী তে করোনার থাবার কারনে প্রায় গুগল,ফেসবুক,বিং,ইয়াহু সহ সব বড় ধরনের সোস্যাল মাধ্যম গুলির অফিস নিউইয়র্ক সহ বড় বড় দেশ গুলো তে অবস্থিত,এবং এসব দেশেও চলছে অঘোষিত লকডাউন।
যার কারনে এসব দেশের প্রতিষ্ঠানের কর্মীদের এককালীন ছুটি দিয়ে দেয়া হয়েছ,এবং এর জন্য এসব প্রতিষ্ঠান এক ধরনের বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট সিষ্টেম চালু করেছেন এবং কর্মীরা বাসায় বসে অনলাইনে নিয়মিত চেক করে যাচ্ছেন।
ফেসবুক প্লাট ফর্মেও ঠিক এমনই একটি রোবট বা বট সিষ্টেম চালু রয়েছে,যে কাজ গুলো রোবটের মাঝে কমান্ড করা হয়েছে ঠিক সেগুলোই রোবট করে দিচ্ছে,
যেহেতু প্রতিদিনি বেড়ে চলছে মৃত ব্যক্তির সংখ্যা এবং তাদের কাছে ঠিক এর জন্যও হাজার হাজার মেইল জমা হচ্ছে যেন মৃত ব্যক্তির একাউন্ট রিমেম্বারিং করে দেয়া হয়,
এবং এই কাজ টি স্বাভাবিক সময়ে যাচাই বাচাই এবং সঠিক ডেট-সার্টিফিকেট এর মাধ্যমে করা হতো।কিন্তু বর্তমানে সেই পরিস্থিতিতে বিশ্ব নেই বলেই এই কাজ টি কমান্ড করা রোবট টী করে দিচ্ছে।
যার ফলে বর্তমানে কয়েকটি রুল বেধে দিয়েছে ফেসবুক কতৃপক্ষ এবং সেই রুল অনুযায়ী পৃথিবীতে প্রচুর মানুষ মারা যাচ্ছে এবং এসব একাউন্ট একা একা রিমেম্বারিং হয়ে যাচ্ছে।
তাই বর্তমানে করোনা পরিস্থিতি চলছে,সেহেতু মৃতের সংখ্যা বেড়ে যাবার ফলে তেমন যাচাই বাচাই হচ্ছে না একদমই,বা ডেথ-সার্টিফিকেট ও ঠিক ভাবে পাওয়ার উপেক্ষা রাখে না,
মূলত সিষ্টেম টা করা হয়েছিলো ,যে কোন ব্যক্তি যদি মারা যায় তবে তার পরিবারের লোকজনেরা মৃত ব্যক্তিকে স্মরন করে রাখতে রিমেম্বারিং বা মৃত ব্যক্তি ঘোষনা করে রেখে জানান দেয়।
কিন্তু আমাদের দেশের এক শ্রেনীর উলফট লোক বা স্প্যামার বলা যায় তারা শত্রুতার বসত এই কাজ টি করে থাকে আমাদের বিভ্রান্তি তে ফেলতে এবং বর্তমানে এই কাজ টি খুবই সহজ ভাবে করা যাচ্ছে।
কিন্তু আমরা এই বিষয় টি অনেকেই ধরতে পারছি না।
Also Read: Youtube Channel Grow করুন কয়েকটি ধাপে
যদি আপনি লক্ষ্য না করেন তাহলে কেউ যদি আপনার নামে ভুয়া মৃত্যু সনদপত্র বা ডেথ-সার্টিফিকেট অথবা আপনার টাইমলাইনে যদি পোস্ট করে যে আপনি মারা গেছেন তাহলে এমন ধরনের পোষ্ট বা কম্মেন্ট করে ফেসবুকের কাছে জমা বা রিপোর্ট করে দেয় এতে আপনার আইডির এর কার্যক্রম সাময়িক ভাবে আপনি হারাবেন।
তবে আপনি চাইলেই এর থেকেও রেহাই পেতে পারেন তবে এর জন্য জন্য আপনাকে কয়েকটি Security and Privacy থেকে পরিবর্তন করতে হবে।
আরেকটি বিষয় মনে রাখবেন যে, আপনার প্রোফাইল শুধু মাত্র আপনার ফ্রেন্ড লিস্টের মানুষ গুলি ছাড়া Memorialized করতে স্বাভাবিক ভাবে পারবে না তবে ডকুমেন্টেসন থাকলে বাইরের যে কেউ পারবে।
অতএব আপনার একাউন্টটি যদি Memorialized হয় তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এই কাজ টি আপনার ফ্রেন্ড লিস্টেরই ভেতর থেকে কেউ করেছে।
তো,আশা করি আমরা মোটামোটি ভাবে বুঝে গেছি যে রিমেম্বারিং কি এবং কেন হচ্ছে।
কিভাবে করা হচ্ছে রিমেম্বারিংঃ
বর্তমানে এই কাজ টি করার জন্য ফেসবুক ও তাদের বেশ কিছু কার্যক্রম বন্ধ রেখেছে,কিন্তু রিমেম্বারিং এর অপশন টিকেও তারা বেশ গুরুত্ব হিসাবে দেখছে, তাছাড়া অপশন গুলির যথাযথ প্রুভের ক্ষেত্রেও কমিয়ে দেয়া হয়েছে এবং এর কারন হিসাবে তারা ওয়ার্নিং দিয়ে রেখেছে (কোভিড ১৯) জন্য, কিন্তু আবার দেখা যাচ্ছে অনেকেই একে টেকনিক্যাল বাগ হিসাবে আখ্যায়িত করছে।
যেভাবে করা হচ্ছে এই কাজ টি- প্রথমে ভিক্টিম এর আইডী টার্গেট করে লিংক টি কপি করে নেয়া হচ্ছে এবং তারা ভিক্টিমের প্রোফাইল এর টাইমলাইনে একটি পোষ্ট করে দেয়…
ঠিক এরকম কিছু টাইপ,এমন ভাবে ১ বা কয়েক টি আইডি থেকে পোষ্ট করে এর একটি স্ক্রিনশট নিয়ে নেয়।
এবার তারা নিচের লিংক টি থেকে একাউন্ট এর নাম সার্চ করে এবং সাবমিট এর ২,১ দিন আগে কমিয়ে স্ক্রিনশট এটার্চড করে দেয়…
ঠিক উপরের মত এ রকম ইন্টারফেস এ চলে আসে যা একদম সহজ করে দেয়া হয়েছে,এবারে এখানে সব কিছু সঠিক ভাবে দিয়ে সাবমিট করলে পরতে পারেন এমন সমস্যায়।
Also Read: অনলাইনে ঘরে বসে আয় করার টিপস ২০২০
রিমেম্বারিং থেকে পরিত্রানের উপায়ঃ প্রথমে আপনাকে সেটিং এ যেতে হবে এরপর নিচের দিকে স্ক্রলিং করলে একটি অপশন পাবেন…
এই অপশন থেকে ফ্রেন্ডস করা থাকে যা অনলি মি করে দিন। কারন এতে আপনার টাইমলাইনে কেউ পোষ্ট করতে পারবে না,
Also Read: ফেসবুকে পেজের লাইক বাড়ানোর কিছু উপায়