Facebook Solution
ফেসবুক হ্যাক আইডি রিকভার কিভাবে করতে হয় দেখে নিন
ফেসবুক হ্যাক আইডি রিকভার।
হাই বন্ধুরা আবারো চলে এসেছি একটি নিবন্ধিত ব্লগ নিয়ে ,কয়েক দিন ধরে একবারেই সময় দিতে পারছি না ব্লগে আর তাই কয়েক দিন কিছু পোষ্ট কম করা হয়েছে,
আজকে আমি আপনাদের সাথে ফেসবুক হ্যাক হওয়া আইডি রিকভার নিয়ে আলোচনা করতে যাচ্ছি।
বর্তমানে আমাদের সবার হাতেই স্মার্টফোন রয়েছে,এবং সেই সাথে আমাদের বেড়ে চলছে ফেসবুক ব্যবহার। এখন বর্তমানে আমরা বাংঙ্গালীরা পাল্লা দিয়েই এটি ব্যবহার করে আসছি,
কেউ সময় পার করছি ট্রল করে আবার কেউবা আত্মীয় স্বজনের সাথে কানেক্ট থেকে আবার কেউ আছি ফেসবুকে খবর বা নিউজ দেখি আবার কেউ আছি যারা ফেসবুক লাইক কুড়িয়ে ফেমাস হতে চাচ্ছি,
কিন্তু আমরা আমাদের শখের আইডি মাঝে মাঝেই আমাদের ভুলের কারনে চলে যায় হ্যাকারের হাতে।
কিন্তু আমরা অনেকেই এটা জানি না কিভাবে হারানো ফেসবুক ফিরে পাওয়া যাবে আবার।
কেউ সময় পার করছি ট্রল করে আবার কেউবা আত্মীয় স্বজনের সাথে কানেক্ট থেকে আবার কেউ আছি ফেসবুকে খবর বা নিউজ দেখি আবার কেউ আছি যারা ফেসবুক লাইক কুড়িয়ে ফেমাস হতে চাচ্ছি,
কিন্তু আমরা আমাদের শখের আইডি মাঝে মাঝেই আমাদের ভুলের কারনে চলে যায় হ্যাকারের হাতে।
কিন্তু আমরা অনেকেই এটা জানি না কিভাবে হারানো ফেসবুক ফিরে পাওয়া যাবে আবার।
তাই এটুকু বুঝতে পারছি হয়তো অনেকেই পোষ্টের টাইটেল দেখে এটা নিশ্চিত এই পোষ্ট টি আপনার জন্য কারন হয়তো আপনার ফেসবুক আইডি রিকভার করে কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব সেটি আপনার মনে খোঁচা দিচ্ছে,
যদি তাই হয় তাহলে আজকের এই ফেসবুক একাউন্ট রিকোভারি টিপস টি আপনার জন্য।
যদি তাই হয় তাহলে আজকের এই ফেসবুক একাউন্ট রিকোভারি টিপস টি আপনার জন্য।
কারন আমরা প্রায়শই দেখি অনেকেই বিভিন্ন রিকোভারি গ্রুপে পোষ্ট করেন আমার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে কিভাবে একাউন্ট রিকোভার করবো,
কিংবা একাউন্ট হ্যাক হয়ে গেছে , ফেসবুক ওপেন করতে পারছি না হ্যাক হয়ে যাবার পর।
কিংবা একাউন্ট হ্যাক হয়ে গেছে , ফেসবুক ওপেন করতে পারছি না হ্যাক হয়ে যাবার পর।
তাহলে বলে রাখি তারা যে প্রসেস গুলি জেনে একাউন্ট ব্যাক করে সে প্রসেস গুলি থেকে চাইলে আপনিও খুব সহজেই একাউন্ট ব্যাক করতে পারবেন।
এর জন্য আপনাকে ডব্লিউ ডব্লিউ ডট ফেসবুক ডট কম এর সাহায্য নিতে হবে,
তাই যে কাজ গুলো ফলো করে আপনার হ্যাক একাউন্ট রিকোভার করবেন তা বিস্তারিত লিখেছি দেখে নিন…।
যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে নিচের কম্মেন্ট বক্সে যেকোন মন্তব্য বা আলোচনা জানাতে পারেন আমি আপনাকে সাহায্য করবো।
ফেসবুক একাউন্ট হ্যাক রিকোভারঃ
প্রথম ষ্টেপ ঃ
প্রথমে আপনাকে ফেসবুক log in করতে হবে হবে, কিন্তু এখানে বলে রাখা ভালো কাজ টি আপনাকে পিসি বা ল্যাপটপ থেকে করতে হবে তাহলে সুবিধা হবে আপনার জন্য।।
এবার আপনার ব্রাউজে লিখতে হবে www.facebook.com/hacked এর পর আপনার ব্রাউজারে এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন।
এবার আপনাকে My account is Compromised তে ক্লিক করতে হবে এবং Find Your account লেখা পাবেন এর পর আপনাকে আপনার মেইল বা ফোন নং দিতে বলবে এবং আপনি সেটি দিয়ে Search করবেন।
এবং আপনি দেখতে পারবেন আপনার একাউন্ট চলে আসছে এবং সেখান থেকে আপনার নামের পাশে লেখা পাবেন This Is My Acccount.
এর পর আপনাকে ফেসবুক পুরান বা যে শেষ পাসওয়ার্ড টি আপনি জানেন সেটি দিতে হবে,এবং দিয়ে.
এর পর আপনার একাউন্টে যদি হ্যাকার তার নিউ মেইল দিয়ে দেয় তাহলে আপনাকে এখান থেকে No Longer Have access to these এ ক্লিক করতে হবে।
এর পর এখানে আপনাকে একটি নতুন মেইল দিতে হবে এবং Continue দিতে হবে।
এর পর আপনার ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি আপ্লোড করতে বলে সেখানে আপনার আপনার একাউন্ট ডিটেইলস দিয়ে দিয়ে দিবেন এবং সাবমিট করে দিবেন।
দিত্বীয় ষ্টেপঃ
এ ষ্টেপ টি মোটামোটি ভাবে একাউন্ট রিকোভার করার জন্য সহজ আছে।
তাই এই কাজ টি করতে হলে প্রথমে আপনাকে আপনার মেইল এ লগিন করতে হবে এবং সেখানে দেখবেন হ্যাকার আপনার ফেসবুক এর মেইল সরিয়ে দিয়েছে এবং হ্যাকার তার নতুন মেইলটি দিয়ে দিয়েছে।
এর পর আপনাকে দেখতে হবে হ্যাকার যে মেইলটিকে রিমুভ করছে সেই মেইল এ ক্লিক করে ওপেন করুন, এবং দেখুন লেখা আছে If you don’t do this ,please secured your account এবার আপনাকে অই লিংকে ক্লিক করতে হবে এবং একাউন্ট সিকুউর করতে লক করে দিবে এবং এর পর লক থেকে আপনাকে ঠিক করার জন্য হয়তো আপনার ন্যাশনাল কার্ড চাইতে পারে।
তাহলে সেটি দিয়ে আপনার আপনার মেইল দিয়ে কনফ্রাম করবেন এ ক্ষেত্রে যদি আপনার ব্যবহৃত মেইলটি হ্যাক না হয় তাহলে ব্যবহার করতে পারবেন।
তাহলে সেটি দিয়ে আপনার আপনার মেইল দিয়ে কনফ্রাম করবেন এ ক্ষেত্রে যদি আপনার ব্যবহৃত মেইলটি হ্যাক না হয় তাহলে ব্যবহার করতে পারবেন।
আবার অনেক সময় কিছু সিকুরিটি কুয়েশ্চেন এর মুখোমুখি হতে পারেন এ ক্ষেত্রে মাথা খাটিয়ে নিতে হবে ধরুন আপনার ৫ জন বন্ধুর ছবি সামনে দিবে বলবে কনফ্রাম করতে আবার ধরুন আসতে পারে জন্মদিন কনফ্রাম করুন তাহলে আপনি সেটা দিয়েও মেইল কনফ্রাম করে নতুন পাসওয়ার্ড দিতে পারবেন,
এভাবে আপনি চাইলে নিজেই নিজের একাউন্ট রিকোভার করে নিতে পারবেন,
আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একাউন্ট রিকোভারি করবেন আর যদি না বুঝে থাকেন তাহলে কম্মেন্ট করে দিবেন আমি আপনাকে সাহায্য করবো।
তাই আপনি আপনার মূল্যবান কম্মেন্ট আমার কম্মেন্ট বক্সে দিয়ে দিন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এতে তারাও আপনার মত সাহায্য হবে।
ধন্যবাদ আজকের এতোটুকুই তবে আপনার জন্য কাজের একটি পোষ্ট নিয়ে আসবো খুব তারাতারি।
ধন্যবাদ আজকের এতোটুকুই তবে আপনার জন্য কাজের একটি পোষ্ট নিয়ে আসবো খুব তারাতারি।