
১৮ টাকা ১ জিবি বাংলালিংক ইন্টারনেট অফারটি বাংলালিংক অপারেটরে অনেক বেশি জনপ্রিয় তাই আজকে আপনাদের সমনে নিয়ে এলাম ১৮ টাকায় ১ জিবি মেয়াদ ৭ দিন এই অফারটি কিভাবে নিবেন। কি কোড ডায়েল করবেন সম্পুর্ণ ‘প্রসেস’। তো চলুন শুরু করি আজকের এই পোষ্ট টি।
তো বন্ধুরা আপনার বাংলালিংক সিম দিয়ে ১৮ টাকা ১ জিবি মেয়াদ ৭ দিন অফারটি নিতে হলে আপনাকে আপনার ডায়েল পেডে যেতে হবে। তারপর আপনাকে একটি কোড ডায়েল করতে হবে। তাহলেই পেয়ে যাবেন ১ জিবি ফ্রি এম্বি ২০২১ এর নতুন আপডেট, তো চলুন দেখে নেই নিম্মে প্রদত্ত কোড গুলি।
আরো অফার দেখুনঃ বাংলালিংক ফ্রি ইন্টারনেট অফার। Banglalink Free Internet
তো বন্ধুরা আমি প্রথমেই বলে দেই যে এই অফারটি এক একজনের সিমে এক এক কোড দিয়ে আসতে পারে। তার জন্য আমি আপনার সাথে অনেক গুলো কোড শেয়ার করব। নিচে কোড গুলো দেওয়া হলো।
বাংলালিংক ইন্টারনেট অফার কোড নিম্মে দেয়া হলো।
কোড ১
বন্ধুরা আমাদের প্রথম কোড টি হলো : “”*5000*297*1#”” < এই কোড টি আপনি ডায়েল করলে সাথে সাথে আপনার ১৮ টাকা ১ জিবি মেয়াদ ৭ দিন অফারটি একটিভ হয়ে যাবে। আর এই কোডে যদি আপনি অফারটি না পান। তাহলে নিচের কোড টা ব্যাবহার করুন।
কোড ২
বন্ধুরা আমাদের দ্বিতীয় কোড টি হলো : “”*5000*291*1#”” < এই কোড টি আপনি ডায়েল করলে সাথে সাথে আপনার ১৮ টাকা ১ জিবি মেয়াদ ৭ দিন অফারটি একটিভ হয়ে যাবে। আর এই কোডে যদি আপনি অফারটি না পান। তাহলে নিচের কোড টা ব্যাবহার করুন।
কোড ৩
“”*888#”” < এটা আমাদের তৃতীয় কোড। আর এই কোড ডায়েল করার পর আপনি অনেক গুলো বাংলালিংক ইন্টারনেট অফার পাবেন। তার মধ্যে আপনাকে ১৮ টাকা ১ জিবি ইন্টারনেট অফারটি খুজে নিতে হবে। আর যদি এই কোডেও আপনি অফারটি না পান। তাহলে নিচের কোড টা ডায়েল করে দেখতে পারেন।
কোড ৪
বন্ধুরা এটা আমাদের চতুর্থ অর্থাৎ শেষ কোড “”*888#”” < এই কোড ডায়েল করার পর আবারো আপনি অনেক গুলো বাংলালিংক ইন্টারনেট অফার পাবেন। তার মধ্যে আপনাকে ১৮ টাকা ১ জিবি মেয়াদ ৭ দিন ইন্টারনেট অফারটি খুজে নিতে হবে।
বিঃদ্রঃ যদি এই কোড গুলো ডায়েল করার পরও আপনি এই ১ জিবি ১৮ টাকা মেয়াদ ৭ দিনের অফারটি না পান। তাহলে বুঝে নিতে হবে। এই অফারটি আপনার সিমে প্রয়োজ্য নয়!
তো বন্ধুরা এই ছিল আজকের বাংলালিংক ১৮ টাকা ১ জিবি ইন্টারনেট অফার সম্পর্কে বিস্তারিত পোষ্ট।
আর হ্যাঁ আপনারা যদি আমাকে কমেন্টে রিকুয়েষ্ট করেন যে আপনার সিমে এই অফারটি প্রয়োজ্য না থাকলেও কিভাবে আপনি এই অফারটি নিবেন।
তাহলে আমি পরবর্তীতে এই বিষয় নিয়ে একটা পোষ্ট নিয়ে আসব আপনাদের সমনে। তো বন্ধুরা আশাকরি আজকের এই পোষ্ট টি ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর কোনো সমস্যা হলে কমেন্ট করুন। তো দেখা হচ্ছে শিগ্রই নতুন পোষ্ট নিয়ে ততক্ষন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ!
চাইলে আপনি ভিজিট করে আসতে পারেনঃ Sakshi Bio Blog