গুগলের ব্যতিক্রম ৫ সেরা সার্চ ইঞ্জিন গুলো কি?

গুগলের ব্যতিক্রম ৫ সেরা সার্চ ইঞ্জিন গুলো কি?
আমরা মাঝে মাঝেই অনলাইন জগতে নিজেদের নিরাপত্তা নিয়ে সমস্যা বা শঙ্কিত থাকি বলা চলে, কিংবা গুগলের মত ব্যতিক্রম কোন সার্চ ইঞ্জিন আছে কি?? তাহলে আপনি এখানেই থেমে যান কারন আমরা কম বেশি সবাই এটা জানি যে গুগল আমাদের থেকে আমাদের ব্যাক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে এবং সে গুলো সরাসরি বিভিন্ন মাধ্যম্বের কাছে বিক্রি করে দিচ্ছে।
যদিও এটি আপনাকে সাময়িক সুবিধা দিলেও পরবর্তি তে এটি বিভিন্ন ধরনের সমস্যাতে আপনাকে ফেলে দিতে পারে।
গুগল আপনার প্রতিটি সার্চের ডাটা তাদের ডাটাবেজ এ সেভ করে রাখে এবং আপনার সার্চ এর উপর নির্ভর করে তারা তাদের রেজাল্ট প্রদর্শিত করে থাকে এবং নানা ধরনের এডস আপনার সামনে প্রদর্শন করে।

See More: কীভাবে ওয়েব ডিজাইনার হওয়া যায়
গুগলের ব্যতিক্রম ৫ সেরা সার্চ ইঞ্জিনঃ
যেখানে যারা নিজেদের কে প্রকাশ্যে বিলিয়ে দিচ্ছে সেখানে নিচের ৫ টি সার্চ ইঞ্জিন গুগলের প্রতিদ্বন্ধী হিসাবে নিজেদের বেষ্ট প্রমানে ব্যস্ত।
আসুন দেখে নেই গুগলের সেরা ৫ প্রতিদ্বন্ধীঃ
- বিং
- বাইডু
- ইয়ানডেক্স
- ডাকডাকগো
- ইয়াহু
বিং হচ্ছে মাইক্রোসফটের নিজস্ব অংশ। এবং এটিকে গুগলের বিকল্প হিসাবে গন্য করা যায়।
কারন জনপ্রিয়তার প্রথমেই গুগলের পর বিং সার্চ ইঞ্জিন কে বেছে নেয় সবাই।
যদিও এটি গুগলের অত টাও কাছাকাছি নেই কারন এখন গুগল সারা বিশ্বে তার জনপ্রিয়তা এমন ভাবে করে নিয়েছে যেখানে তার ধারে কাছে অন্য কোন সার্চ ইঞ্জিন নেই।
যদিও বা গুগল সার্চ ইঞ্জিন কে টপকে উঠে যাবার চেষ্টা তেই ২০০৯ সালে বিং কে প্রতিষ্ঠিত করে মাইক্রোসফট কোম্পানী।
সেখানে বিং গুগলের সাথে টক্কর দিয়ে পুরোপুরি সফল না হতে পারলেও তারা সার্চ ইঞ্জিন মার্কেটে মোটামোটি অংশ দখল করতে পেরেছে বিং সার্চ ইঞ্জিন।
নিরাপত্তার দিক থেকে বিং তেমন একটা আলাদা নয় এটি প্রায় গুগলের মতোই।
আপনি যদি গুগলের বিকল্প হিসাবে এটিকে ব্যবহার করতে চান এবং নিরাপত্তা নিয়ে সমস্যা না থাকে তাহলে বিং ব্যবহার করে দেখতে পারেন । কারন বিং এর নিরাপত্তা নিয়ে মাইক্রোসফট মোটামোটি ভাবে সফল।
বাইডু সার্চ ইঞ্জিনঃ
বাইডু মূলত একটি চীনের তৈরি সার্চ ইঞ্জিন। বাইডু কে চীনা প্রতিষ্ঠান চাইনিজ মাল্টিন্যাশনাল টেকনোলজি কোম্পানীর সিইও Robin Li Eric Xu নামের ব্যক্তি এটিকে প্রতিষ্ঠিত করেন ২০০০ সালের দিকে এবং এটি চীনের বৃহত্তর ব্যবহৃত সার্চ ইঞ্জিন।
কারন আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে চীনে ফেসবুকের মত গুগল ও নিষিদ্ধ করা হয়েছে।
ঠিক এর জন্যই চীনের বসবাসরত মানুষ গুলি বিকল্প সার্চ ইঞ্জিন স্বরুপ বাইডু ব্যবহার করেন।
তবে এর একটি বিশেষ বিরক্তিকর দিক আছে,সেটি হচ্ছে এটি ব্রাউজ করার সময় সব রেজাল্ট শুধু মাত্র চীনা ভাষাতেই উপলদ্ধি করে পারে ,যা এতো বড় এবং ভালো মানের সার্চ ইঞ্জিন থেকে কখনোই আশা করা যায় না
ইয়ানডেক্স সার্চ ইঞ্জিনঃ
ইয়ানডেক্স বর্তমান সময়ে আরেকটি বিশাল সার্চ ইঞ্জিন এবং এটী মূলত রাশিয়ান সার্চ ইঞ্জিন এবং এটিই রাশিয়ার সব থেকে জনপ্রিয় এবং ব্যবহারবহুল সার্চ ইঞ্জিন।
এটি ১৯৯৭ সালে প্রথম লঞ্চ করে রাশিয়ার ওয়েব স্পেসে এবং ২০১০ সালের দিকে অন্যান্য ভাষাভাষী মানুষ দের জন্য Yandex.com সাইট কে প্রকাশ করে এই রাশিয়ার টেক জায়ান্ট প্রতিষ্ঠান।
Yandex.ru কে রাশিয়ার ৪র্থ জনপ্রিয় সাইট হিসাবে প্রকাশ করা হয়।
রাশিয়াতে গুগলের বৃহত প্রতিদ্বন্ধী হিসাবে ইয়ানডেক্স কে গন্য করা হয়।
ডাকডাকগো সার্চ ইঞ্জিনঃ
নিরপত্তা নিয়ে ডাকডাকগো কখনো ১ চুল পরিমান ঘাটতি রাখে না। তাই এটি বিশেষ ভাবে নিরপদ ধরে নেয়া যায়।
ডাকডাকগো ২০০৮ সালে ওয়েব স্পেসে প্রথম লঞ্চ করে নিজেদের প্রতিষ্ঠান কে। মূলত এদের উদ্দেশ্যই ছিলো ইন্টারনেট ব্যবহারকারীদের নিরপত্তা এবং সেই সকল দিক বিবেচনা করেই এটি প্রতিষ্ঠিত হয়।
প্রচুর সংখ্যক মানুষ ডাকডাকগো ব্যবহার করেন এবং দিন দিন এর সংখ্যা লাফিয়ে বাড়ছে।
ডাকডাকগোতে প্রায় প্রতিদিনি ৬৬ মিলিয়ন মানুষ সার্চ করে থাকে।
ডাকডাকগো এর সার্চ লিষ্টে কোন কিছু ট্রাক করে না এবং এর জন্যই আপনাকে কোন প্রকার অ্যাড দেখতে হবে।
ডাকডাকগোর সার্চ ইঞ্জিন ডার্ক-ওয়েবের জন্যও বিশেষ ভাবে কাজ করে।এজন্যে প্লাটফর্ম টিকে বেছে নিয়ে অনে হ্যাকার এবং সিক্রেট মানুষ গুলি।
ইয়াহু সার্চ ইঞ্জিনঃ
সঠিক সীদ্ধান্ত নিয়েও কম সময়ে ভালো র্যাঙ্কিং এর সার্চ ইঞ্জিন হওয়া সত্ত্যেও নিজেদের ছোট কিছু ভুলের জন্য আজ সেই ভুলের মাশুল দিতে হচ্ছে ইয়াহু কে।
ইয়াহু গুগলের মতোই আমেরিকান সার্চ ইঞ্জিন এবং এটিকে ১৯৯৫ সালের ১২ই মার্চ প্রথম লঞ্চ করে আমেরিকান ইয়াহু টেক জায়ান্ট।
এখন বর্তমানে আলেক্সা র্যাঙ্কিং এর ১২ তম স্থানে অবস্থান করছে ইয়াহু ডট কম। সময় খুব খারাপ ভাবে পার করলেও এখনো বহু সংখ্যক মানুষ ইয়াহু কে বেছে নিচ্ছে সার্চ ইঞ্জিন হিসাবে।
তবে আপনি যদি নিরাপত্তার দিক চান এবং তথ্যবহুল বিষয় জানতে চান তবে আপনাকে আমি বলবো আপনার জন্য ডাকডাকগো বেষ্ট হবে।
See More: হ্যাকার এর সংজ্ঞা ও এর প্রকারভেদ দেখে নিন এক নজরে
কারন এটি আপনাকে নিরাপত্তার দিক থেকে ১০০ তে ৯৯ ভাগই সাপোর্ট করবে। এবং অন্য দিকে গুগল সার্চ ইঞ্জিন এর আধিপত্য উপর বিরক্তি হলে আপনি বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারেন।
এই ছিলো আজকের তথ্যবহুল নিবন্ধিত পোষ্ট আপনাদের জন্য।আশা করি এই পোষ্ট টি আপনাকে সাহায্য করবে।তাই যেকোন তথ্যবহুল বিষয় জানতে চাইলে অবশ্যই পাশে থাকবেন,এবং যেকোন মন্তব্যের জন্য নিচে আপনার মূল্যবান কম্মেন্ট করে আমাদের জানবেন।