ব্লগের সাইটম্যাপ ERROR ঠিক করুন নিজেই
তো আজকে আমি আপনাদের সঠিক ভাবে সাইট ম্যাপ সাবমিট করা বুঝিয়ে দিবো,আশা করি এটা অনেক কাজে আসবে ,কারন আমরা অনেকেই ঠিক ভাবে সাইটম্যাপ করতে পারি না বা কিভাবে করবো সেটা বুঝে উঠতে পারি না,তাই প্রথমে আপনাকে যে কাজ টি করতে হবে সেটা হলো আপনি আপনার ব্রাউজার এ গিয়ে গুগলে বা যে কোন সার্চ ইঞ্জিনে এ লিখুনঃGoogle Search Console এর পর প্রথমে যে লিংক টি পাবেন সেটা ওপেন করুন,আপনি আপনার গুগলের কন্সোলে ঢুকবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তো একাউন্ট করে নিবেন। এবং নিচের ছবিটি লক্ষ্য করুন,যদিও আমার যেহেতু আগেই একাউন্ট আছে তাই নিচের ছবির মত এসেছে,
ব্লগের সাইটম্যাপ ERROR:
এখানে একটি সাইট এড করে নিবেন যে সাইটে আপনি সাইট ম্যাপ টি এড করতে চাইছেন।
তো আমি নিচের দিকে খুব ভালো ভাবে বুঝিয়ে দিবো কিভাবে একটি সাক্সেসফুল সাইটম্যাপ জেনারেট করবেন যাতে করে কোন প্রকার এরর(Error) না আসে।এবং আপনার সাইট এর ইরর সমস্যা ঠিক হয়ে যায়,নিচের ছবিটি হচ্ছে আপনাদের বুঝানোর সুবিধার্থে-
এবার আপনি যেভাবে সাইট ম্যাপ জেনারেট করবেন ,তাই এখানের Sitemap Generate এ ক্লিক করুন,এবং সাথে সাথেই আপনাকে এমন একটি সাইটে নিয়ে আসবে।
এবার আপনি যে কাজ টি এখানে করবেন,আপনার সাইটের URL টি এখানে দিতে হবে,নিচের ছবিটির মতন,
এবং সেখানে দেখবেন যে – Custom Robot.txt টি Edit এ ক্লিক করলে Enable Option টি Yes দিন এবং নিচে একটি বক্স আসবে সেখানে আপনি আপনার কপি করা সাইটম্যাপ জেনারেট এর কোড টি পেষ্ট করে দিন এবং Save দিয়ে দিন,এবারে আপনার সাইট ম্যাপ টি একদম সাক্সেস হয়েছে। এবারে আপনি চাইলে ।
গুগলের কন্সোলের সাইটম্যাপে – https://(আপনার ওয়েব সাইট নাম).blogspot.com/sitemap.xml দুটি একাসাথে এভাবেও এড করতে পারেন।