সত্যি কি ৮০% এর পর মোবাইল ফোনের চার্জ এর গতি কমে যায়।
মোবাইল ফোনের চার্জ এর অদ্ভুত ব্যাপার যা আপনি জানেন না

Table of Contents
মোবাইল ফোনের চার্জ এর বিষয়ে অদ্ভুত ব্যাপারঃ
মোবাইল ফোন এখন পর্যন্ত বিজ্ঞানীদের আবিস্কৃত সেরা যন্ত । বর্তমানে প্রায় সকলের কাছেই মোবাইল ফোন রয়েছে তা সে ৮ থেকে ৮০ বছর বয়সী সকলের ই জীবনের একটি অন্য তম গুরুত্বপূর্ণ জিনিস। বর্তমান দিনে মোবাইল ফোন ছাড়া এক মুহুর্ত থাকা খুবই কঠিন।
প্রতি মোবাইল ফোন ব্যবহারকারি এটা নিশ্চই জানে যে মোবাইল ফোনটি ব্যাটারির মাধ্যমে চলে। এবং নিদিষ্ট সময়ের পর সেটিকে আবার চার্জ করতে হয়।
প্রায় প্রত্যেক মোবাইল ফোন উসারের কাছে এই চার্জ পিরিয়ড টি সবথেকে বিরক্তি কর 🙄।
আচ্ছা আপনি যদি একজন মোবাইল ফোন ইউজার হন তাহলে আপনি লক্ষ করে দেখবেন যে ৮০% বা ৮৫% হওয়ার পর মোবাইল ফোনের চার্জ এর গতি অনেক ধীর হয়ে যায়।
আদেয় কি এই কথাটি সত্য?
চলুন দেখে নিই
প্রশ্ন>> সত্যি কি মোবাইল ফোনের চার্জ ৮০% এর পর চাজের গতি ধীর হয়ে যায়? ইহা কতটা সত্যি?
উওর=> এটি একদম সত্য ।
যখন আপনার মোবাইল ফোনের চার্জ ০% হয় তখন আপনি আপনার ফোনে চাজ দেন ।
তখন আপনার মোবাইল ফোনের ব্যাটারির মধ্য কারেন্ট প্রবাহিত হয় যার কারনে ব্যাটারির মধ্য কিছু গ্যাস উৎপন্ন হয়। যত সময় যায় ব্যাটারির মধ্য সেই গ্যাসটি বৃদ্ধি পেতে থাকে।
এইভাবে যদি আপনার মোবাইল ফোনের ব্যাটারিতে কারেন্ট যেতে থাকলে সেই গ্যাস আরও বাড়বে আর একসময় পর আপনার মোবাইল ফোনের ব্যাটারি ফেটে যাবে। আবার অনেক ক্ষেত্রে এটি মোবাইল ফোন উসারেরও ক্ষতি করতে পারে।
মোবাইল ফোন ইঞ্জিনিয়াররা এই সমস্যা টি সমাধানের জন্য এই পন্থাটি বের করেছেন।
৮০% এর পর মোবাইল ফোনের ব্যাটারিতে কারেন্ট এর প্রবাহ কম করে দেয় ফলত সেই গ্যাস এর উৎপাদন ও কমে যাবে।
এতে মোবাইল ফোনের ব্যাটারির সাথে উসারের ও নিরাপদ থাকবে।
যেহেতু ব্যাটারিতে কারেন্ট প্রবাহিত কমে যাওয়ার কারনেই চার্জের গতি কমে যায়।
প্রশ্ন >> মোবাইল ফোনের চার্জ যদি ৫০% এর পড় যদি চার্জ দেওয়া হয় তাহলেও কি ৮০% এর পর মোবাইল চার্জ এর গতি ধীর হয়?
উওর=> সেক্ষেত্রে এই প্রক্রিয়াটি কাজ করবে না।
এইটুকু সময়ে ব্যাটারির ভিতরে এতো পরিমাণে গ্যাস তাই আপনি যদি আপনার ফোনের চার্জ ৫০% এর পড় দেন তাহলে স্বাভাবিক ভাবেই চার্জ হবে।
আমার নতুন ব্লগ টিও ভিজিট করতে পারেনঃ কি খাবার খেলে খুব সহজে মোটা হওয়া যায়-দারুন টিপস ২০২১