শুটিংয়ে সবুজ স্ক্রিন কেন ব্যবহার করা হয়?
সবুজ রঙের ব্যবহার কেন হয়? অন্যান্য রঙের ব্যবহার কেন হয় না।

শুটিংয়ে সবুজ স্ক্রিন কেন ব্যবহার করা হয়?
আপনি নিশ্চই Avatar বা Space war এর মত হাই এনিমেটেড বই দেখেছেন। যেখানে এনিমেসনের এক অন্যতম পর্যায় নিয়ে গেছে। বর্তমান দিনে বড়ো বড়ো ইউটিউব চ্যানেলে এনিমেসনের ব্যাবহার হয়। এবং যতদিন কাটছে তত দিন এই এনিমেসনের ব্যাবহার বেড়েই চলেছে।
বর্তমানে এটা বলার কোনো অবকাশ নেই যে কিভাবে এই এনিমেসন তৈরি হয়। এটি একজন ৭ বছরের বাচ্ছাও বলে দিতে পরে যে এনিমেসনের সময় পিছনে সবুজ রঙের কাপড় থাকে আর পরবর্তী কালে কম্পিউটারের দ্বারা সেই সবুজ রঙটি মুছে দিয়ে নানা এনিমেসন করা হয়।
বাংলা টিপস ব্লগ দেখুনঃ টিপস২হাব
শুটিংয়ে সবুজ স্ক্রিন এর ব্যবহার এর কারনঃ
কিন্তু এখানে প্রশ্ন হল কেন পিছনে সবুজ রঙের ব্যাবহার হয়? কেন এমনি বাইরে বা কোনো সাধারণ দেওয়ালের ব্যবহার হয় না? কেন শুধু সবুজ রঙেরই ব্যাবহার হয় অন্য রঙ কেন ব্যবহার হয় না?
চলুন ধাপে ধাপের এই প্রশ্নের উওর গুলি জানি।

প্রশ্ন:- কেন এনিমেসনের সময় পিছনে সবুজ রঙের ব্যাবহার হয়?
উওর => আপনারা নিশ্চই জানেন যে কোনো এনিমেসনের সময় প্রথমে পিছনে সবুজ রঙের কাপড়ের ব্যবহার হয় এবং তারপর Kinemaster এর মত নানা কম্পিউটার সফ্টওয়ার এর দ্বারা পিছনটি মুছে দেওয়া হয়। আসলে সবুজ রঙের সাথে অন্য রঙ মিশে যায় না আরআমাদের গায়ের রঙের সাথে মেলে না।
ফলত যখন এনিমেসন এর এডিটিং এর সময় খুব নিখুঁতভাবে এনিমেসন করা যায়। যেহেতু কোনো রঙ বা আমাদের গায়ের রঙের সাথে সবুজ রঙ পার্থক্য থাকে তাই জন্য এনিমেসনের সময় সবুজ রঙের ব্যবহার হয়।

প্রশ্ন:- কেন এমনি বাইরে বা একটি সাধারণ দেওয়ালের পিছনে এনিমেসন করা হয় না?
উওর => এনিমেসনের ক্ষেত্রে সাধারণ দেওয়ালে করা হয় না কারন অনেক সময় পিছনের দেওয়ালের সাথে গায়ের রঙ মিশে যায়। ফলত পরবর্তী সময়ে এডিটিং এর সময় অনেক অসুবিধা হবে।
আরো দেখুনঃ কত GB RAM দরকার আপনার মোবাইলের জন্য?
তার ফলস্বরুপ একটি বাজে এনিমেসন হবে এবং সহজেই জনতা বুঝতে পেরে যাবে যে কম্পিউটার এর সাহায্য করা। সেই জন্যই এনিমেসনের সময় পিছনে সাধারণ দেওয়া বা বাইরের ব্যবহার হয় না।
প্রশ্ন:- নীল, কালো বা লাল রঙের ব্যবহার করা হয় না কেন?
উওর=> এর উওর আমরা আগেই পেয়ে গেছি। সবুজ রঙ আর অন্যান রঙের সাথে মিশে যায় না ফলত ব্যাকগ্রাউন্ড এর সাথে অভিনেতা এর যে গায়ের রঙ যে পোশাকের রঙের সাথে সবুজ রঙের পার্থক্য দেখা যায়।
কিন্তু লাল বা অন্যান রঙ এর ক্ষেত্রে এত নিখুঁত পার্থক্য দেখা দেয় না।
তবে ক্ষেত্র বিশেষে সবুজ রঙের বদলে অন্য রঙের ও ব্যবহার হয়।
প্রশ্ন:- কখন সবুজ রঙের বদলে অন্য রঙের ব্যবহার হয়?

উওর => কোনো কারনে যদি অভিনেতার পোশাকের রঙ সবুজ হয় বা MONSTER ওই জাতীয় কিছু অভিনয়ে যদি সবুজ রঙের ব্যবহার হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে নীল রঙের ব্যবহার হয়।
কারন সে ক্ষেত্রে সবুজ সবুজ মিলে যায় তাই ওই সময় সবুজ রঙের বদলে অন্য রঙের ব্যবহার হয়।
আশা করছি আপনাদের কাছে আমার এই পোষ্টটি খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিচের কম্মেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে আমাদের কম্মেন্ট করে জানিয়ে দিন যাতে আপনাদের আরো ভালো কিছু জানাতে পারি।
আরো জানুনঃঅদ্ভুত ওয়েবসাইট
ADRD = বিখ্যাত Hollywood সিনেমা Mowgli: Legend of the Jungle এই সিনেমাতে ব্যবহৃত বাঘ ভাল্লুক গুলি পুরোটাই এনিমেটেড এবং এই সিনেমাটির একটিও সিন জঙ্গল বা বনে শুট করা হয়নি।