Youtube Channel Grow করুন কয়েকটি ধাপে
হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন,তো এই লকডাউনে বসে না থেকে একটু লেখালেখি জানা ,জানানোর ইচ্ছেই এই পোষ্ট ,তবে এটা কতটা কাজে আসবে সেটা আমি পোষ্টে বলে বুঝিয়ে দেয়ার চেষ্টা করবো,আমাদের প্রত্যকের মাঝে অনেকেরই ইউটিউব এর চ্যানেল আছে কিন্তু তাতে হয়তো ভিউস,সাবস্ক্রাইব অতি নগন্য যা,কিন্তু এগুলো আমি জানি তবে তেমন টা মানি না বলেই আমার আজ এই অবস্থা।তো মুল কথাতে আসি ,ইউটিউব এর ভিডিও এমনি তে প্রোমোশন হয় না ,কয়েকটি ধাপে ধাপে করে নিতে হয়।তাই আপনিও মানতে চাইলে নিচের ধাপ গুলো অনুসরন করতে পারেন।
পরিকল্পনা নিনঃ
ভিডিও বানাতে গেলে সবার আগে প্লানিং বা পরিকল্পনা দরকার,তাই সবার আগে আপনি যে ভিডিও বানাবেন তার জন্য স্থির করুন যে আপনি কি ভিডিও বানাতে চাচ্ছেন,দরকার হলে আপনি ট্রেন্ডিং ভিডিও বানাতে পারেন,কারন এতে আপনি বর্তমান সময়ে ট্রেন্ডিং ভিডিও বানালে বেশী ভিউস ,সাবস্ক্রাইবার অনেক দ্রুত বেড়ে যাবে।
গঠন গত Title দিনঃ
ভিডিও তে আমরা চাইলেই ইচ্ছামত ওয়ার্ড বসিয়ে দেই, কিন্তু আপনি কি জানেন যে একটি ভিডিওর টাইটেলের উপরেই প্রায় ৬০% এর মত SEO নির্ভর করে,তাই আপনাকে এমন ভাবে Title দিতে হবে যেনো সার্চ করলেই আপনার ভিডিও টি খুব সহজেই সামনে চলে আসে এবং আপনার ভিডিও টি দেখতে পারে,
তাই আপনি চাইলে নিচের ধাপ গুলো অনুসরন করতে পারেন –
- Title অবশ্যই আপনার কাজের কিওয়ার্ড থাকতে হবে।
- আপনার দেয়া Title টি যেনো ৫০ অক্ষরের মধ্যে হয়,যদিও গুগলে ১০০ অক্ষর পর্যন্ত টাইটেল দেয়া যায়,কিন্তু গুগলে ৬৬ অক্ষরের বেশি নিলে এসিও হয় না।
- Title এমন ভাবে লিখতে হবে যেনো মানুষ আকৃষ্ট হয়
Description লিখার সময় খেয়াল করে নিয়ম মানুন ঃ
ইউটিউব ভিডিও তে Description হচ্ছে এর একটি বড় অংশ। কাজেই ইউটিউব ভিডিওতে অবশ্যই একটি Description লিখে দিবেন, তাই আপনি চাইলে নিচের অংশ দেয়া বিষয় গুলো অনুসরন করতে পারেন।
#YouTube Description-এ 5000 Character এর মধ্যে লিখতে দিয়ে থাকে,তাই অবশ্যই 5000 Character এর মধ্যে সুন্দর করে লিখে বুঝানোর চেষ্টা করুন,এবং এর স্বদব্যবহার করুন,তবে অহেতুক কোন কিছু হাবিজাবি লিখে ভরিয়ে দিবেন না।
Call to action অনুসরন করুনঃ
Call to action এর মানে হলো মানুষকে কোন কিছু করার জন্য রিকুয়েষ্ট করা।মানুষ কে কিছু করতে না বললে মানুষ ভিডিও দেখে শেষ করে দেয় বা আগ্রহ হাড়িয়ে ফেলে অন্য ভিডিও তে চলে যায়।তাই মানুষ কে ভিডিওর মধ্যেই আকর্ষন করতে হবে এবং আপনি চাইলে ভিডিওর মধ্যেই তাদের কাছে লাইক কম্মেন্ট শেয়ার এবং সাবক্রাইব করার অনুরোধ রাখতে পারেন,এভাবে ভিউয়ার খুশি হয়ে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারে।
মানুষের জন্য সহজ যোগাযোগ স্থাপন করুনঃ
অনেক ভিউয়ার তাদের মন্তব্য হয়ত কম্মেন্টে বলতে চায় না,কিন্তু তারা এক প্রকার সাহায্য চায় বা দরকার হতে পারে,তাই তারা যেনো খুব সহজেই আপনার সাথে যোগাযোগ রাখতে পারেন সে ব্যবস্থা করতে হবে।এবং ভিডিওর বিবরনী তে আপনার সাথে যোগাযোগের স্বার্থে সোসাল যোগাযোগ মাধ্যমের লিংক সহ মেইল এবং যাবতীয় তথ্য দিয়ে দিবেন এতে তারা আপনার সাথে সহজে যোগাযোগ করতে পারবে এবং তাদের সাথে বন্ধুত্ত্বপূর্ন আচরন করলে আপনাকে সাবস্ক্রাইব করবে।
যথাযথ সুন্দর আকর্ষনী Thumbnail তৈরী করুনঃ
ভিউয়ার রা সব সময় কোন ভিডিওর উপরে লেখার Thumbnail এর লুক দেখে,কাজেই আপনার ভিডিওতে Thumbnail যত সুন্দর হবে ভিউয়ার দের ভিডিওতে যাবাত আগ্রহ তৈরী হবে,কিন্তু অতিরিক্ত স্মার্ট করে বানাতে গিয়ে আবার পুরো টাই নষ্ট হয়ে না যায়,তাই মোটামোটির মধ্যে সুন্দর করার চেষ্টা করুন এবং Thumbnail যেনো আপনার ভিডিওর উপরেই হয় নয়তো আবার ভিডিও ডিলেট হয়ে যেতে পারে।
Video duration কম করাঃ
এটা কোন বড় ইউটুবার দের জন্য নয়,কেবল যারা ছোট ইউটুবার তারা মানতে পারেন।কারন ইউটিউব এর ভিডিও ৫ মিন এর হলে সব থেকে বেশি ভিউ আসে(এটা গবেষনায় দেখা গিয়েছে) ২০১৪ সালের একটা গবেষনায় জানা যায় যে সব ৫ মিন এর মদ্ধ্যে ৪.৫ গড়ের ভিডিও তে সব থেকে বেশি ভিউ এসেছে,
তাছাড়া ভিডিও তে –
- End screen ব্যবহার করা,
- Video তে Intro & Outro ব্যবহার করা,
- প্রতিটা ভিডিও তে ট্যাগ ব্যববার করা,
- Social Media নিজের Video গুলি Share করা,
- প্রতি সপ্তাহে অন্তত প্রায় ৩টি ভিডিও আপ্লোড করা,
- এবং সব শেষে নিজেকে প্রোমোশন করা
আজকের এতুটুকই,আর এগুলো মেনে ঠিক ঠাক মত কাজ করতে পারলে ইউটিউব এ ভালো এক্তা পজিশন পেয়ে যাবেন এ নিয়ে আপনাকে ভাবতে হবে না।